ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

রাশিয়া থেকে ৫০০ কোটি ডলার ঋণের অনুমতি পেল ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ১৬ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৮:৫৫, ১৬ জানুয়ারি ২০১৯

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক

Ekushey Television Ltd.

রাশিয়ার কাছ থেকে ৫০০ কোটি ডলার ঋণ গ্রহণের অনুমতি দিয়েছে ইরানের জাতীয় সংসদ। ইরান সংসদের একজন মুখপাত্র মঙ্গলবার একথা নিশ্চিত করেছেন।

ইরানের সংসদের বাজেট পর্যালোচনা বিষয়ক অ্যাড-হক কমিটির র‍্যাপোর্টিয়ার মোহাম্মাদ মেহদি মোফাত্তেহ বলেন, এই কমিটি সরকারকে বিদেশ থেকে ৩ হাজার কোটি ডলার ঋণ নেওয়ারও সবুজ সংকেত দিয়েছে।

রাশিয়া থেকে ইরান যে ঋণ নিয়েছে তা দিয়ে অবকাঠামো খাতের উন্নয়ন প্রকল্প বাস্তবয়ন করা হবে। ২০১৫ সালের অক্টোবর মাসে রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক তেহরান সফরে আসার পর এই ঋণের খবর বের হয়।

সেসময় নোভাক বলেছিলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য রাশিয়া ও ইরান চার হাজার কোটি ডলার ঋণের বিষয়ে একমত হয়েছে।

গত বছর রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেছিলেন, ইরানের তেল ও গ্যাস খাতে মস্কো মোট ৫,০০০ কোটি ডলার ঋণ দেবে। কিন্তু এখন পর্যন্ত এর কোনো কিছুই নিশ্চিত হয় নি। ইরান বলছে, তেল ও গ্যাসখাতে ২০ হাজার কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন।

তথ্যসূত্র:পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি