ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

‘মানবিজে হামলা সত্ত্বেও সিদ্ধান্তে অনড় থাকবেন ট্রাম্প’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১২, ১৮ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৮:৩৫, ১৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সিরিয়ার মানবিজ শহরে বোমা হামলায় আমেরিকার পাঁচ সেনা নিহত হওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে অনড় থাকবেন বলে আশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।

তুরস্ক সফররত ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার কিটারোভিচের সঙ্গে রাজধানী আংকারায় যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট এরদোগান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বুধবারের বোমা হামলার অর্থ হতে পারে যে- এ তৎপরতার মাধ্যমে সেনা প্রত্যাহারের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত প্রভাব ফেলার চেষ্টা চলছে।  কিন্তু ট্রাম্পের ভেতরে আমি যে দৃঢ়তা দেখেছি তাতে মনে হয় না তিনি সন্ত্রাসী হামলার পর তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন।’

উল্লেখ্য, গতকাল (বুধবার) সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত মানবিজ শহরে বোমা বিস্ফোরণে পাঁচ মার্কিন সেনাসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। হামলার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, সেনা প্রত্যাহারের কাজ অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি