ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

আফগান সেনা ঘাঁটিতে তালেবানের হামলায় নিহত শতাধিক

প্রকাশিত : ২১:৫৫, ২১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আফগানিস্তানের রাজধানী কাবুলের বাইরে দেশটির সেনাবাহিনীর একটি ঘাঁটি ও পুলিশের একটি প্রশিক্ষণ কেন্দ্রে জঙ্গিগোষ্ঠী তালেবানের হামলায় নিরাপত্তাবাহিনীর শতাধিক সদস্যের প্রাণহানি ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, সশস্ত্র তালেবান জঙ্গিরা সোমবার এই হামলা চালিয়েছে। তালেবান আফগানিস্তানে হামলা করলেও এটা বড় ধরনের হামলা সম্প্রতি।

ওই কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, আমাদের কাছে তথ্য আছে, সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে ১২৬ জন মারা গেছেন। ওয়ার্দাক প্রদেশের ময়দান শহরের সেনা ঘাঁটিতে এই হামলা হয়েছে।
শহরটি রাজধানী কাবুল থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গজনী-কাবুল মহাসড়কের পাশে অবস্থিত। প্রাদেশিক এক কর্মকর্তাও রয়টার্সকে বলেছেন, নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে।

দেশটির সরকারি এক মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে, সরকারি এক বিবৃতিতে জানানো হয়, সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ১২ জনের প্রাণহানি ঘটেছে।

ওই এলাকার স্বাস্থ্য বিভাগের প্রধান সালেম আসঘারখাইল বলেন, আহতদের মধ্যে কিছু লোককে প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহতদের উদ্ধারের পর চিকিৎসার জন্য রাজধানী কাবুলে পাঠানো হয়েছে।
এ গাড়িবোমা হামলার দায় স্বীকার করেছে তালেবান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপ-মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, ময়দান শহরের সামরিক ঘাঁটির প্রবেশ পথে গাড়ির বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী তালেবান জঙ্গিরা। পরে তালেবানের সশস্ত্র জঙ্গিরা ভেতরে প্রবেশ করে।

তথ্যসূত্র: আল জাজিরা।

 

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি