ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

‘আমেরিকা এখনো কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘন করছে’

প্রকাশিত : ০৮:৪৫, ২২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৮:৫২, ২২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভির নারী সাংবাদিক মারজিয়া হাশেমির আটকের ঘটনা প্রমাণ করে, আমেরিকা এখনো কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘন করে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, গ্রান্ড জুরির সামনে সাক্ষ্য প্রদানের আগেই কোন কারণে মারজিয়া হাশেমিকে আটকের প্রয়োজন পড়ল তার ব্যাখ্যা মার্কিন সরকারকে দিতে হবে।

১৯৬৮ সালে আমেরিকার প্রখ্যাত কৃষ্ণাঙ্গ মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে জারিফ বলেন,লুথার কিংয়ের হত্যাকাণ্ডের ৫০ বছর পর এখনো আমেরিকা কালো মানুষদের অধিকার লঙ্ঘন করে যাচ্ছে।

আমেরিকায় জন্মগ্রহণকারী ৫৯ বছর বয়সি সাংবাদিক মারজিয়া হাশেমি তরুণ বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি একজন ইরানি নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গত কয়েক দশক ধরে ইরানে বসবাস করছিলেন।

গত রোববার আমেরিকার সেন্ট লুইস ল্যাম্বার্ট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তিনি নিজের অসুস্থ ভাই ও পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে আমেরিকা সফরে যান।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি