ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ফিলিপাইনের গির্জায় জোড়া বোমা হামলা, নিহত ২১

প্রকাশিত : ১২:৪৫, ২৭ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৭:০৭, ২৭ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ফিলিপাইনের দক্ষিণে একটি রোমান ক্যাথলিক গির্জায় পরপর দুটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।

একই ঘটনায় আহত হয়েছেন ৭১ জন।দেশটির নিরাপত্তা কর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সকালে দেশটির সুলু রাজ্যের জোলো দ্বীপের গির্জায় প্রার্থনার সময় প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে।এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে গির্জার বাইরে পার্কিং এলাকায়।

সুলু রাজ্যে ইসলামিক উগ্রপন্থী সংগঠন আবু সায়াফের ব্যাপক প্রভাব রয়েছে। যদিও এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি।

দেশটির প্রতিরক্ষা সচিব ডেলফিন লরেনজানা এ আক্রমণের ব্যপক নিন্দা জানান।

এ সময় তিনি সবাইকে এরকম আক্রমণ প্রতিরোধে আরো বেশি সেচ্চার হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। এ ঘটনার নেপথ্যে কারা রয়েছে তাদেরকে খোঁজে বের করার কথাও জানান তিনি।

তথ্যসূত্র: রয়টার্স

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি