ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেব না: ইরান

প্রকাশিত : ১০:৪২, ২৮ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১০:৪৩, ২৮ জানুয়ারি ২০১৯

ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ফাইল ছবি)

ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ফাইল ছবি)

Ekushey Television Ltd.

ইরানের প্রতিরক্ষা নীতি প্রণয়নে কাউকে হস্তক্ষেপ করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। জাতীয় সম্প্রচার সংস্থা-আইআরআইবি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ‘আমরা বহুবার বলেছি, আমাদের প্রতিরক্ষা নীতি আমরা নিজেরা প্রণয়ন করি এ ব্যাপারে কাউকে হস্তক্ষেপ করতে দেই না।’

এই নীতির আলোকে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কারো সঙ্গে আলোচনায় বসবে না বলেও তিনি সতর্ক করে দেন।ইরান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে এবং এসব ক্ষেপণাস্ত্র পুরোপুরি আত্মরক্ষামূলক প্রতিরক্ষা নীতি বাস্তবায়নের কাজে ব্যবহৃত হবে বলে কাসেমি জানান।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তেহরানকে নতুন করে হুমকি দেওয়ার পর বাহরাম কাসেমি এসব কথা বললেন।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী গত শুক্রবার হুমকি দিয়ে বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসা সম্ভব না হলে প্যারিস তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি