ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

পরমাণু হামলার ‘বিরল’ মহড়া চালাল ফ্রান্স

প্রকাশিত : ১৫:২১, ৬ ফেব্রুয়ারি ২০১৯

পরমাণু হামলার মহড়া চালিয়েছে ফরাসি বিমান বাহিনী। এ মহড়াকে ‘বিরল’ বলে উল্লেখ করেছে দেশটির বিমান বাহিনী। কম্পিউটারভিত্তিক মহড়ায় অংশ নিয়েছে ফরাসি বহুমুখী জঙ্গি বিমান রাফায়েল।

ফরাসি বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল সিরিল দুভিভিয়ার জানান, মহড়া ১১ ঘণ্টাব্যাপী চলেছে। মহড়ায় উড়ন্ত অবস্থায় বিমানে জ্বালানি ভরাসহ পরমাণু হামলার সব পর্যায় অন্তর্ভুক্ত ছিল বলেও জানান তিনি। মহড়া চলাকালে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মাথায় কোনো ওয়ারহেড বা বোমা বসানো ছিল না।
এ জাতীয় মহড়া নিয়মিত ব্যবধানে চালানো হয় উল্লেখ করে তিনি আরো বলেন, তবে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় বলে এ জাতীয় মহড়াকে ‘বিরল’ হিসেবে অভিহিত করা যায়।
মার্কিন সরকার রাশিয়ার সঙ্গে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পরই এ জাতীয় মহড়া চালাল ফ্রান্স।
সূত্র : পার্সটুডে

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি