ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

শত্রুর হুমকিতে ইরান ভীত নয়: জেনারেল বাকেরি

প্রকাশিত : ০৯:১২, ৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:১৪, ৮ ফেব্রুয়ারি ২০১৯

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি

Ekushey Television Ltd.

ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলায় পূর্ণ প্রস্তুত রয়েছে এবং ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা শক্তির বিরুদ্ধে শত্রুর হুমকিতে তেহরান ভীত নয়। এসব কথা বলেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।

বৃহস্পতিবার রাজধানী তেহরানে সমরাস্ত্র প্রদর্শনীতে বিদেশি রাষ্ট্রদূত ও সামরিক কর্মকর্তাদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সব মিত্র দেশের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রস্তুত রয়েছে। সামরিক ক্ষেত্রে ইরানের নীতি ও কৌশল প্রতিরক্ষামূলক বলে তিনি ঘোষণা করেন।

জেনারেল বাকেরি বলেন, ইরান যে গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চায় তা এখন সবার কাছেই স্পষ্ট।

ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে ইরানের সাফল্য তুলে ধরে মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেন, ইরাক ও সিরিয়ার সশস্ত্র বাহিনীর পাশে থেকে জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস-কে পরাজিত করেছে ইরানের সশস্ত্র বাহিনী।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি