ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ভারতে ভেজাল মদ্যপানে নিহতের সংখ্যা বেড়ে ৭০

প্রকাশিত : ২০:০৩, ৯ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ভারতে ভেজাল মদপানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭০ জনে দাঁড়িয়েছে। এর আগে এই ঘটনায় মৃতের সংখ্যা ৪৪ জন বলে জানানো হয়েছিল। দেশটির উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে গত তিন দিনে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

জানা গেছে, উত্তর প্রদেশ রাজ্যের সাহারনপুর জেলায় ৩৬ জন এবং কুশিনগর জেলায় আট জন নিহত হয়েছে। এ ছাড়া উত্তরাখণ্ডে মারা গেছে ২৮ জন। এ ছাড়া বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশ রাজ্যের সাহারানপুরের যারা মারা গেছে তারা পার্শ্ববর্তী উত্তরাখন্ডে একটি শেষকৃত্য অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে তারা ভেজাল মদপান করে মারা গেছে। কয়েকজন সেই মদ সাহারানপুরে নিয়ে এসে বিক্রি করে।

উল্লেখ্য, উত্তর প্রদেশে ২০১১ সাল থেকে এ পর্যন্ত ভেজাল মদপানে ১৭৫ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে।

সূত্র : এনডিটিভি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি