ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ভারতে বিলাসবহুল হোটেলে আগুন, নিহত ১৭

প্রকাশিত : ১২:০৩, ১২ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:২৪, ১২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের রাজধানী দিল্লির করোল বাগের এক বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার ভোর ৪টার দিকে দিল্লির হোটেল অর্পিত প্যালেসে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের ২৬টি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা মোবাইলে রেকর্ড করে দেখান পাঁচতলা বিল্ডিং থেকে কত আগুন ও ধোঁয়া বেরিয়ে ছেয়ে গেছে চতুর্দিক।

সেন্ট্রাল দিল্লির করোল বাগে হোটেলটি অবস্থিত। সকাল ৭ টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। অন্তত ২৫ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শ্বাসরোধ হয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বলে পুলিশ সুত্রে জানানো হয়েছে। তাদের মধ্যে একজন শিশুসহ নারীও রয়েছে।

শর্ট সার্কিটের ফলেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান৷ তবে আরও স্পষ্ট হওয়ার জন্য তদন্ত চলছে৷

সূত্র: এনডিটিভি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি