ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

কাশ্মিরে নিহত সেনাদের পাশে বিজেপি নেতাদের সেলফি

প্রকাশিত : ২২:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ০৮:৪৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

পুলওয়ামায় সেনাবাহিনীর গাড়িতে আত্মঘাতী জঙ্গি হামলায় সেনা নিহতের ঘটনায় শোকে কাতর ভারত। এই ঘটনার পর দেশটির বিভিন্ন প্রান্তে মোমবাতি হাতে মৌন মিছিলে পা মিলিয়েছেন সাধারণ মানুষ।

এমতাবস্থায় কফিন বন্দি জওয়ানদের নিথর দেহের পাশে দাঁড়িয়ে বিজেপির দুই নেতার আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

জঙ্গি হামলায় নিহত হয়েছেন কেরালার বসন্ত কুমার। শনিবার তাঁর কফিন বন্দি দেহ নিয়ে যাওয়া হয় লক্কিরিতে গ্রামের বাড়িতে। সে সময় নিহত জওয়ানকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী আলফন্স কান্নানথানাম। নিহত বসন্তকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর কফিনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায় বিজেপির মন্ত্রীকে।

কফিনের সামনে দাঁড়িয়ে নিজস্বী তোলার সেই ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন আলফন্স। তারপর থেকেই নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি।

এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে উত্তরপ্রদেশেও। সেখানেও অভিযোগের তির বিজেপির উন্নাওয়ের বিতর্কিত সাংসদ সাক্ষী মহারাজের দিকে।

শনিবার সকালে নিহত সিআরপিএফ জওয়ান অজিত কুমারের দেহ তার বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল লরিতে চাপিয়ে। সেই সময় উত্সাহী জনতার ভিড় করে দাঁড়িয়েছিলেন গাড়ির চারপাশে। আর গাড়িতে ছিলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ।

সে সময়ই তাঁকে জনতার উদ্দেশে হাসতে দেখা যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেোই ছড়িয়েছে বিতর্ক। কংগ্রেসের মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদী সাক্ষী মহারাজের ওই ছবি পোস্ট করে সমালোচনায় বিদ্ধ করেছেন বিজেপি সাংসদকে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি