ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে জন্ম হলো ৭ শিশুর

প্রকাশিত : ১১:৩১, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

একটা বা দুটি নয় এক সঙ্গে সাত সন্তানের জন্ম দিলেন এক মা, তাও আবার কোনও অস্ত্রোপচার ছাড়া! গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে ইরাকের পূর্বাঞ্চলের দিয়ালি প্রদেশে। জন্ম নেওয়া শিশুদের মধ্য ছয়টি মেয়ে এবং একটি ছেলে। সব সন্তান ও ২৫ বছর বয়সী ওই মা সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন।

একসঙ্গে সাত সন্তানের জন্ম দেওয়ার ঘটনা ইরাকের ইতিহাসে এই প্রথম এবং তারা সবাই সুস্থভাবে বেঁচে রয়েছে। কিছু দিন আগে লেবাননের সেইন্ট জর্জেস হাসপাতালে এক মা একই সঙ্গে তিন মেয়ে ও তিন ছেলে জন্ম দেন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়েছে, ছয় মেয়ে ও এক ছেলেকে নিয়ে সদ্য সন্তান জন্মদানকারী মা ভালোই আছেন।

শিশুগুলোর বাবা ইউসেফ ফাদল বলেন, আমরা আসলে কল্পনাও করিনি। খোদার উপহার আমরা সানন্দে গ্রহণ করেছি। এখন থেকে ১০ শিশুসন্তানের দেখভাল করতে হবে।

উল্লেখ্য, ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেস মোইনসে কেনি ও ববি ম্যাককাফি দম্পতির ঘরে একই সঙ্গে সাত সন্তান আসে এবং তারা সবাই সুস্থই ছিলেন। তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ওই পরিবারকে অভিনন্দন জানাতে হোয়াইট হাউসে ডেকেছিলেন।

সূত্র: দ্য ডেইলি মেইল

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি