ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

৪৫০ কোটি না মেটালে অনিল আম্বানীর জেল

প্রকাশিত : ১২:৪৮, ২০ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১২:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০১৯

আদালত অবমাননার দায়ে অনিল আম্বানীকে দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, চার সপ্তাহের মধ্যে এরিকসনকে সাড়ে চারশো কোটি টাকা মিটিয়ে না দিলে জেল খাটতে হবে বলেও অনিলকে হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত।

তাদের প্রাপ্য টাকা মেটাচ্ছে না অনিল আম্বানীর সংস্থা। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করে সুইডিশ টেলিকম সংস্থা এরিকসন।

বুধবার মামলার শুনানি শুরু হলে আদালত বলে, “তাদের নির্দেশকে ‘ইচ্ছাকৃত ভাবে অমান্য’ করেছেন অনিল আম্বানী।” আর এই অবমাননার জন্য অনিলকে এক কোটি জরিমানাও করে আদালত।

এরিকসনের আরও অভিযোগ, রাফাল প্রকল্পের জন্য অনিলের সংস্থা টাকা বিনিয়োগ করতে পারছে, অথচ তাদের বকেয়া ৫৫০ কোটি টাকা দিচ্ছে না। যদিও এরিকসনের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে অনিলের সংস্থা।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি