ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

হতাহতদের খোঁজ নিতে নিউজিল্যান্ড যাচ্ছেন তিনজন প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৪, ১৬ মার্চ ২০১৯ | আপডেট: ১১:৩২, ১৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ক্রাইস্টচার্চ শহরের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের খোঁজ নেওয়ার পাশাপাশি তাদের সহজে সেবা প্রদানের লক্ষ্যে আজ বাংলাদেশের তিনজন প্রতিনিধি ঘটনাস্থলে যাচ্ছেন।

আজ শনিবার সকালে বাংলাদেশের তিনজন প্রতিনিধি ঘটনাস্থলে যাচ্ছেন যাওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলে থাকবেন নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ভূঁইয়া এবং অস্ট্রেলিয়ার ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনের দুজন কর্মকতা।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দফতর থেকে নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উইন্সটন পিটার্সের কাছে এক বার্তা পাঠানো হয়। বার্তায় ‘ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলা ও গোলাগুলিতে বাংলাদেশি বংশোদ্ভুতরাসহ বেশকিছু মানুষের হতাহতের ঘটনায় আমরা স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত।

টিআর/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি