ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

জ্যান্ত পুঁতে ফেলা নবজাতককে উদ্ধার করল কুকুর!

প্রকাশিত : ১২:০৬, ১৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের বান নং খাম গ্রামে জ্যান্ত পুঁতে ফেলা এক নবজাতককে মাটি খুঁড়ে উদ্ধার করেছে পিংপং নামে একটি কুকুর।

বিবিসির এক খবরে বলা হয়েছে, ওই নবজাতকের মায়ের বয়স ১৫ বছর। সন্তান ধারণের বিষয়টি গোপন রাখতেই শিশুটিকে মাটিতে পুঁতে দিয়েছিল তার মা।

পিংপং কুকুরটিকে ঘেউ ঘেউ করে ডাকতে ডাকতে একটি মাঠের মাটি খুঁড়তে দেখা যায়। এ সময় কুকুরের তখন মাটি থেকে একটি নবজাতকের পা বের হয়ে আসতে দেখেন।

সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন দৌঁড়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা তখন নবজাতককে পরিষ্কার করার পর জানান, সে সুস্থ আছে।

ওই কুকুরটির মালিক জানিয়েছেন, গাড়ির ধাক্কায় কুকুরটির একটি পা অকেজো হয়ে গেছে। তারপরও কুকুরটির প্রভুভক্তি দেখে এবং তার কাজেও কুকুরটি সহায়ক হওয়ায় তিনি এটিকে তার কাছে রেখেছেন। আর গোটা গ্রামের মানুষও কুকুরটিকে ভালোবাসে। সে যা করেছে তা খুবই চমকপ্রদ।

ওই শিশুটির মায়ের বিরুদ্ধে শিশুকে পরিত্যাগ করা এবং খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, কিশোরী মা তার এ কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং তার বাবা-মা ওই নবজাতককে লালন-পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র: বিবিসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি