ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ায় নির্বাচনের ফলাফল পরবর্তী সহিংসতায় নিহত ৬

প্রকাশিত : ১২:১৩, ২২ মে ২০১৯ | আপডেট: ১২:১৬, ২২ মে ২০১৯

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ায় গত মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। এতে বর্তমান জোকো উইদোদো ৫৫ শতাংশ ভোটে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলা ঘোষণার পরপরই দেশটিতে সহিংশতায় অন্তত ছয় জন নিহত হয়েছেন।

নির্বাচনে বিরোধী দলীয় নেতা সাবেক সেনা কর্মকর্তা কমান্ডার প্রাবোও সুবিয়ান্তো নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন। এর পর থেকেই শহিংসতা শুরু হয়।

বিরোধীরা রাস্তায় বেরিয়ে আসে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছুঁড়তে থাকে। আগুন ধরিয়ে পুলিশের ডরমেটরিতে। আগুন দিয়ে পুড়িয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর অনেকগুলো গাড়ি। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ করতে টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে।

তথ্যসূত্র: দ্যা গার্ডিয়ান

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি