ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ভরাডুবির নির্বাচনে হাত ছাড়া রাহুলের আসন

প্রকাশিত : ১৬:৪৩, ২৩ মে ২০১৯ | আপডেট: ১৬:৪৮, ২৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

উত্তর প্রদেশের লক্ষ্ণৌ থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত আমোঠী একটি বিরাট নির্বাচনী এলাকা। ভারতের লোকসভা নির্বাচনে এই এলাকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে রাহুলের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ১৭তম লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী এ আসনটি (অমোঠী) হাত ছাড়া হয়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্মৃতি ইরানির সঙ্গে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তার। ভোট গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আসনটিতে পিছিয়ে পড়েছেন তিনি।

রাহুল অমোঠীতে ২০০৪ সাল থেকে জয়লাভ করে আসছেন। এই আসনে পিছিয়ে থাকলেও কেরালার আসনে এগিয়ে আছেন রাহুল।

১৯৮০ সালে এখান থেকে জিতেছিলেন ইন্দিরা-তনয় সঞ্জয় গান্ধী। তার মৃত্যুর পর পরপর তিনবার এই কেন্দ্র থেকে জেতেন রাজীব গান্ধী। ১৯৯১ সালে রাজীবের মৃত্যুর পর গান্ধী পরিবারের ঘনিষ্ঠ সতীশ শর্মা কংগ্রেস প্রার্থী হয়ে এই কেন্দ্র থেকে নির্বাচিত হন। মাঝখানে ১৯৯৮ সালে নির্বাচিত হন সঞ্জয় সিং। ১৯৯৯ সালে জেতেন সোনিয়া গান্ধী। ২০০৪ সাল থেকে কেন্দ্রটি ছিল রাহুল গান্ধীর দখলে। কিন্তু এবার সেই আসনটি হারাতে হচ্ছে রাহুলের।

এ রিপোর্ট লেখা পর্যন্ত খবর অনুযায়ী ঘোষিত ফল ‘প্লাস’ এগিয়ে থাকা আসনে বিজেপির আসন সংখ্যা বেশি (৩৩৯টি)। দুই নম্বরে থাকা কংগ্রেসের আসন ৯০টি। এছাড়া, ১১৩টি আসনে অন্যান্য দল এগিয়ে আছে।

এর মধ্য দিয়ে বুথফেরত জরিপকেই (এক্সিট পোল) সত্য প্রমাণ করে সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগিয়ে চলেছে বিজেপি।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি