ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

পশ্চিমবঙ্গে বিজেপি ভালো করার কারণ কী

প্রকাশিত : ১০:৪১, ২৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

৯০ কোটি ভোটারের দেশ ভারতে বিশ্বের বৃহত্তম নির্বাচনে দ্বিতীয়বারের মত নিরঙ্কুশ সংখ্যাগষ্ঠিতা অর্জন করলো নরেন্দ্র মোদির বিজেপি। আর রাহুল গান্ধীর কংগ্রেসের জন্য এই ফল বিরাট এক ধাক্কা।

এ নির্বাচনের ফলে আগামী পাঁচ বছর মোদির বিজেপি সরকার ভারতের ভাগ্য বিধাতা, আর মমতার দুর্গ দখল করতে না পারলেও বড় ফাটল ধরিয়েছে বিজেপির গৈরিক বাহিনী।

এবার মূলত বামপন্থীদের ভোটের একটা বড় অংশ নিজেদের দিকে টানতে পারার জন্য বিজেপি এত ভালো ফল করেছে বলে মনে করেন মমতা ব্যানার্জী।

‘কমরেডরা এবার দলে দলে পদ্মফুলে ভোট দিয়েছে’, অভিযোগ তৃণমূল নেতা পার্থ চ্যাটার্জীর। বামফ্রন্ট একটিও আসন না পাওয়ার দিকে উনার ইঙ্গিত।

বিজেপি নেতা ও কৌঁসুলি সুনীল দেওধর অবশ্য বললেন, বাম শুধু নয়, তৃণমূলেরও একটি অংশ তাদের দিকে ঝুঁকেছে মমতার ‘অপশাসনের’ ফলে।

‘আর আমরা মমতার কাছে অছ্যুৎ হলাম কবে, উনি তো এক সময় আমাদের সঙ্গে ছিলেন,’ বললেন দেওধর। তৃণমূল ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত বিজেপির জোটসঙ্গী ছিল, অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় রেলমন্ত্রী ছিলেন মমতা।

‘আরে মমতার পিঠে চড়েই তো বিজেপি আমাদের রাজ্যে ঢুকলো, এখন আমাদের দোষ দিয়ে কী হবে,’ বললেন সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য, যিনি বাম জামানায় কলকাতার মেয়র ছিলেন।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি