ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

পশ্চিমবঙ্গে তারকাদের জয় জয়কার

প্রকাশিত : ১২:০৯, ২৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তারকা প্রার্থীদের দিকে নজর ছিল প্রত্যেকেরই। তৃণমূল হোক কিংবা বিজেপি, টলিউডের নক্ষত্ররা ভোটে দাঁড়ালে নজর যে কাড়বেন, তা বলাই বাহুল্য।

টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা যেমন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তেমনই প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলিউডের গায়ক, বাংলার ছেলে বাবুল সু্প্রিয়ও।  নির্বাচনে অংশ অধিকাংশ প্রার্থীই জয় লাভ করেছে।

মিমি

মিমি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২,৯৫,২৩৯ ভোটে হারিয়ে দিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে। সিপিএম প্রার্থী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মিমির সঙ্গে।

দেব

ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন টলিউডের নায়ক, দেব। দু’ দু’ বার ঘাটালের জনগণ তাকে নির্বাচনে জয়ী করল। দেবের প্রতিদ্বন্দ্বিতা ছিল বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। দেবের জয়কে সৌজন্যের জয় হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। দেব জয়ী হলেন ১,০৭,৯৭৩ ভোটে।

লকেট

হুগলি থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। অভিনয় থেকে কার্যত অবসর নিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী।

লকেট চট্টোপাধ্যায় হারালেন নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না দে নাগকে। লকেট জিতলেন ৭৩,৩৬২ ভোটে।

নুসরাত

বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন টলিউডের গ্ল্যামারাস নায়িকা নুসরত জাহান। প্রথম দিন থেকেই নিজের কেন্দ্রের প্রতিটি মানুষের কাছে পৌঁছনোর প্রতিশ্রুতি দিয়েছিলেন নুসরত।

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর থেকে নুসরত জয়ী হলেন বিপুল ব্যবধানে। নুসরত জিতলেন ৩,৫০,৩৬৯ ভোটে।

বাবুল

রাজনীতির আঙিনায় পা রেখেই বাবুল বলেছিলেন, লম্বা রেসের ঘোড়া তিনি। প্রমাণও করলেন বাবুল সে কথা। ১,৯৭,৬৩৭ ভোটে জিতলেন বাবুল।

শতাব্দী রায়

শতাব্দী রায়, রাজনীতির আঙিনায় নতুন নয়। বীরভূম থেকে আগেও দু’ বার জিতেছেন টলিউডের এই অভিনেত্রী। জয়ের হ্যাটট্রিক করলেন তিনি। সাংসদ হিসাবে শতাব্দীকে বেশ পছন্দ করেন এলাকাবাসী, নেত্রী বলেন এমনটাই।

তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি এ বছরেও। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা দুধকুমার মণ্ডলকে পরাজিত করলেন ৮৮,৯২৪ ভোটে। 

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি