ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১৮

প্রকাশিত : ১০:৩৬, ১৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি ডুবে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে আরো ৩৯ জনকে। সোমবার দেশটির জাভা অঞ্চলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে।  

দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার চ্যানেল নিউজ এশিয়া এ তথ্য জানিয়েছে।

এ ঘটনায় পানির গভীরতা বেশি হওয়ায় এখনো ৪ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে জাহাজ, বিমান ও মাছ ধরা নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ডুবরি দল। ফেরিটিতে ৬০ জনের মত যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মানগেরা বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নেওয়ায় ঢেউয়ের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।

উল্লেখ্য, দ্বীপবহুল দেশটিতে ফেরি ডুবির ন্যায় নৌ-দুর্ঘটনা নতুন কিছু নয়। গত বছরও সুমাত্রা দ্বীপে ফেরি ডুবে প্রায় দেড় শতাধিক মানুষ নিহত হয়।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি