ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

গাজায় ফের ব্যাপক সামরিক হামলা চালানোর হুমকি ইসরাইলের

প্রকাশিত : ১৭:১১, ৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

চলমান সংকটেরমুখে ফের অবরুদ্ধ গাজায় বড়ধরনের সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরাইল।

গতকাল বুধবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরাইল শান্তি প্রতিষ্ঠা করতে চায়, এজন্য সম্ভাব্য বড় ধরনের হামলার জন্য তেল আবিব প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে সেনাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান নেতানিয়াহু।

গতকাল মন্ত্রীপরিষদের সঙ্গে বৈঠকে অবরুদ্ধ গাজার পরিস্থিতি নিয়ে আলোচনার পর তিনি এসব মন্তব্য করেন।

সাম্প্রতিককালে গাজায় হামলা চালালে ফিলিস্তিন থেকে নিয়মিত রকেট নিক্ষেপ নেতানিয়াহুর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

এছাড়া, নেতানিয়াহু স্থানীয় এবং আঞ্চলিক কাউন্সিল প্রধানদের সঙ্গেও পৃথকভাবে বৈঠকে মিলিত হন। এদের মধ্যে কেউ কেউ প্রতিবাদে বৈঠক ছেড়ে চলে যায় বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

গাজা নিয়ে কাঙ্ক্ষিত এবং প্রত্যাশা অনুযায়ী বিশেষ আলোচনা না করার প্রতিবাদে নেতানিয়াহুর বৈঠক বর্জন করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

ব্যাপক দুর্নীতিতে অভিযুক্ত নেতানিয়াহু সরকার গঠনে ব্যর্থ হয়ে চরম সংকটেরমুখে নতুন করে গাজায় সামরিক আগ্রাসন চালানোর হুমকি দিলেন।

তবে এ হামলা চালানোর আগে তাকে নতুন করে হিসেব নিকেশ কষতে হবে নেতানিয়াহুকে। কেননা, সংসদের অন্যান্যরা চায় সঠিক সমাধান।

আই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি