ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ভারতকে ঠেকাতে সীমান্তে ড্রোন মোতায়েন করছে পাকিস্তান

প্রকাশিত : ১৭:৫৩, ৫ জুলাই ২০১৯ | আপডেট: ১৯:৫৯, ৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর থেকে পাক-ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

সে উত্তেজনার আগুনে পারদ ঢেলে দেয় বালাকোটে ভারতীয় হামলা। এ হামলার পরই ভিন্নপথ অবলম্বণের ইঙ্গিত দেয় ইসলামাবাদ।

ভবিষ্যতে ভারতীয় বিমান বাহিনী যেন পাক আকাশসীমা লঙ্ঘন করতে না পারে সে লক্ষ্যে সীমান্তে ড্রোন মোতায়েনের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে পাকিস্তান। এসব ড্রোন নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত।

পাশাপাশি দীর্ঘ সূত্রিতা কাটিয়ে গুরুত্বপূর্ণ অত্যাধুনিক রাডারসহ রণ সরঞ্জাম কেনার কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করছে পাকিস্তান।

কাশ্মীর সীমান্তে এসব ড্রোন মোতায়েন করবে পাকিস্তান। আর এর মধ্য দিয়ে দেশটির নজরদারির সক্ষমতা কয়েকগুন বেড়ে যাবে।

তবে ইসলামাবাদের এমন পরিকল্পনায় ভারতের পক্ষ থেকে এখনো কোন প্রতিক্রিয়া জানা না গেলেও, দিল্লি যে ছাড় দেবেনা তা নিঃসন্দেহে বলা যায়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী নিহত হয়।

সে হামলার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করলেও অস্বীকার করে ইসলামাবাদ। পরে, জয়েশ-ই-মোহাম্মাদ নামে এক জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে।

পাল্টা জবাব হিসেবে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। এ নিয়ে যুদ্ধে জড়ানোর উপক্রম হয় দেশ দুটির। পরে ভারতীয় পাইলট আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

এমন সময় পাকিস্তানের পক্ষ থেকে সীমান্তে ড্রোন মোতায়েনের পরিকল্পনায় ভারত কি পদক্ষেপ নেয় সেটাই দেখার অপেক্ষা।

আই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি