ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ট্রাম্প-বাইডেনের ভাগ্য ঝুলে আছে যে ৬ রাজ্যের ওপর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ৪ নভেম্বর ২০২০ | আপডেট: ১৯:৫৬, ৪ নভেম্বর ২০২০

অনেকটা সরল দোলকের মতোই দুলছে ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেনের ভাগ্য। হিসাবের খাতা এদিক-ওদিক হচ্ছে বারবার। রীতিমত হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে। কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট, তা এখনও অনিশ্চিত। এখন পর্যন্ত ইলেকটোরাল কলেজ ভোটে ২৩৮টিতে জয় পেয়েছেন জো বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ২১৩টি। 

তবে, বিজয়ী হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়। সেই হিসাবে বাইডেনকে পেতে হবে আরো ৩২টি আসন। আর ট্রাম্পকে পেতে হবে ৫৭টি। 

এমন অবস্থায় ফল ঘোষণার বাকি আছে গুরুত্বপূর্ণ ৬টি অঙ্গরাজ্য। এগুলো হলো- উইসকনসিন, মিশিগান, পেনসিলভ্যানিয়া, আলাস্কা, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়া। 

এর মধ্যে উইসকনসিনে জো বাইডেন এগিয়ে আছেন সামান্য ভোটের ব্যবধানে। সেখানে বাইডেন পেয়েছেন শতকরা ৪৯.৪ ভাগ ভোট। ট্রাম্প পেয়েছেন শতকরা ৪৯.১ ভাগ ভোট। এ রাজ্যে মোট ইলেকটোরাল কলেজ ভোট ১০টি। নর্থ ক্যারোলিনায় জো বাইডেন ভোট পেয়েছেন শতকরা ৪৮.৭ ভাগ আর ট্রাম্প পেয়েছেন ৫০.১ ভাগ। এখানে আছে ১৫টি ইলেকটোরাল কলেজ ভোট। জর্জিয়াতে বাইডেন পেয়েছেন ৪৮.৩ ভাগ ভোট আর ট্রাম্প পেয়েছেন ৫০.৫ ভাগ। এখানে ইলেকটোরাল কলেজ ভোট আছে ১৬টি। 

সব মিলে বাইডেনের ঘরে জমা পড়েছে ২৩৮টি ইলেকটোরাল ভোট। এ রাজ্যগুলোতে এখন চলছে মেইলে দেয়া এবং আগাম দেয়া ভোটগুলোর গণনা। নির্বাচনের কয়েকদিন আগেই বিভিন্ন সংবাদ মাধ্যম খবর দিচ্ছিল- যারা আগাম ভোট বা মেইলে ভোট দিয়েছেন তার মধ্যে বেশির ভাগই ডেমোক্রেট সমর্থক।

যদি তাই হয়, তাহলে ঝলক দেখাতে পারেন এই ৬টি রাজ্যে সামান্য পিছিয়ে থাকা জো বাইডেন। পেতে পারেন নাটকীয় জয়। উইসকনসিন, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও মিশিগান মিলিয়ে মোট ইলেকটোরাল কলেজ ভোট আছে ৫৭টি। বাইডেনের জয়ের জন্য এতো ভোট প্রয়োজন নেই। তার আর মাত্র ৩২টি ভোট হলেই চলে। মেইলের ভোটগুলো গণনা হলে তার জন্য এই ৩২টি ভোট পাওয়া অসম্ভব নয়। ফলে আশা না ছেড়ে তিনি নেতাকর্মী, সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

এমন অবস্থায় ‘জালিয়াতির’ অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এসব রাজ্যে লাখ লাখ ভোট গণনা বাকি থাকতেই তিনি নিজের বিজয় ঘোষণাও দিয়েছেন। এরই মধ্যে তিনি ‘বড় বিজয়’ ঘোষণা দেয়ার বিষয়ে ফেসবুকে পোস্টও দিয়েছেন। এ বিষয়ে তার একটি বিবৃতি দেয়ার কথাও রয়েছে।

এদিকে, ট্রাম্পের এ ঘোষণাকে ডেমোক্রেট দলের প্রচারণা ব্যবস্থাপক জেন ও’ম্যালি ‘গর্হিত, নজিরবিহীন এবং ত্রুটিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে জো বাইডেন বলেছেন, এখনও জয়ের আশা শেষ হয়ে যায়নি তার।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি