ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

জলবায়ু পরিবর্তনে ছোট হয়ে যাচ্ছে পাখি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ১৯ নভেম্বর ২০২১ | আপডেট: ১২:১৮, ১৯ নভেম্বর ২০২১

পৃথিবীর ফুসফুস অ্যামাজন, কিন্তু কেন ফুসফুস বলা হয় এই বনকে? কারণ পৃথিবীর ২০ শতাংশ অক্সিজেনের সরবরাহ হয় শুধু এই বন থেকেই। দক্ষিণ আমেরিকার নয়টি দেশজুড়ে প্রায় ৭০ লক্ষ বর্গকিলোমিটারের এই বনের এমন অনেক অংশই আছে যেখানে আজও পা পড়েনি মানুষের। কিন্তু সেখানেও প্রভাব পড়েছে জলবায়ু পরিবর্তনের। এই প্রভাবে এখন এই বনের পাখিদের ওজন কমে গেছে, ডানাও বড় হয়ে গেছে। এমন তথ্যই  উঠে এসেছে নতুন এক গবেষণায়।
  
সায়েন্স অ্যাডভান্স নামের বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণার প্রতিবেদনে বলা হচ্ছে গেল চার দশক ধরে ধীরে ধীরে পাখিদের এই পরিবর্তন হয়েছে।
 
এই গবেষণার কর্মযজ্ঞ শেষ করতেও কিন্তু সময় লেগেছে দীর্ঘ ৪০ বছর। পুরোটা সময় মাঠ পর্যায়ে কাজ করেছেন গবেষকরা। বিশ্লেষণ করেছেন ৭৭ প্রজাতির প্রায় ১৫ হাজারের বেশি পাখির তথ্য-উপাত্ত।
 
সেখান থেকেই প্রমাণ মেলে, ধীরে ধীরে ওজন হারাচ্ছে অ্যামাজনের পাখিরা। আশির দশকে যেই পাখিটির ওজন ছিল ৩০ গ্রাম এখন গড়ে সেটির ওজন দাঁড়িয়েছে ২৭ দশমিক ৬ গ্রামে। সেইসঙ্গে এক তৃতীয়াংশ পাখির ডানা বড় হয়েছে বলেও প্রমাণ মিলেছে।

শুধু অ্যামাজনেই নয় সারাবিশ্বের পাখি, তথা পুরো পৃথিবীর প্রাণীকূলেই এমন পরিবর্তন হচ্ছে বলে বিশ্বাস গবেষকদের।  
দিনকে দিন জলবায়ুর যে পরিবর্তন তার ফলে এমন হচ্ছে বলেও মনে করছেন তারা। 

এ ক্ষেত্রে একমাত্র সমাধান জলবায়ু পরিবর্তনের রাশ টানা। 

 

সূত্র: গার্ডিয়ান, সিএনএন 
এসবি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি