ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

সৌদি আরবে ৪৫০০ বছরের পুরনো হাইওয়ে ও সমাধির খোঁজ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ১৮ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৫:০৯, ১৮ জানুয়ারি ২০২২

সৌদি আরবের প্রত্নতাত্ত্বিকরা সাড়ে ৪ হাজার বছরের পুরনো একটি হাইওয়ের নেটওয়ার্ক খুঁজে পেয়েছেন। শুধু তাই নয়, হাইওয়ের দুই পাশে ১৮ হাজার সমাধিও রয়েছে বলে জানা গেছে।

ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষকরা গত এক বছরে হেলিকপ্টারে করে আকাশে ও মাটিতে জরিপ চালিয়েছেন। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি নিয়ে গবেষণাও করেছেন বিজ্ঞানীরা। 'হলোসিন' জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, বিজ্ঞানীরা ১,৬০,০০০ বর্গকিলোমিটার এলাকায় এক পথ খুঁজে পেয়েছেন। এই গবেষণার প্রধান ম্যাথিউ ডাল্টন।

ওই গবেষণাপত্র থেকেই জানা গেছে, ওই রাস্তার পাশে প্রায় ১৮ হাজার সমাধি রয়েছে! এক গবেষক জানিয়েছেন, এই সমাধিগুলোও ৪৫০০ বছরের পুরনো।

সমাধিগুলোতে একজন করে অথবা একটি দলের কয়েকজনকে একসাথে সমাহিত করা হয়েছিল। আশ্চর্যের বিষয় সমাধিগুলো এত দিন ধরে একেবারে সুরক্ষিত ছিল।

এই ১৮ হাজার সমাধির মধ্যে ৮০টি খনন করা হয়েছে এবং সেগুলো সম্পর্কে আরো জানার চেষ্টা চলছে।

বিশেষজ্ঞরা মনে করছেন এই হাইওয়ে নিশ্চয়ই ইয়েমেনে গেছে কারণ ইয়েমেন ও উত্তর সিরিয়াতেও এই ধরনের কবর আগে পাওয়া গেছে।

তবে হাইওয়ের ধারে সমাধি নির্মিত হওয়ায় গবেষকরা রীতিমতো বিস্মিত। এই রকম জায়গায় সমাধি নির্মাণের কী কারণ হতে পারে, তা নিয়ে বেশ কিছু অনুমান করা হয়েছে। যেমন একটি অনুমান, প্রিয়জনকে যাতে চলাফেরার সময় দেখতে পাওয়া যায়!

সূত্র: সিএনএন

এসবি/ 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি