ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

লাওসের নতুন প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানডোন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২, ৩১ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

লাওসের প্রধানমন্ত্রী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সোনেক্সে সিফানডোন। স্বাস্থ্যগত কারণে শুক্রবার (৩০ ডিসেম্বর) ফানখাম বিফাভানের পদত্যাগের পর একই দিন লাওশিয়ান আইনপ্রণেতারা সাবেক উপ-প্রধানমন্ত্রী সিফানডোনকে তাদের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ভোটের মাধ্যমে বেছে নেয়।

প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানডোন জাতীয় সংসদে ১৫১টির মধ্যে ১৪৯টি ভোট পেয়ে কমিউনিস্ট এ দেশটির নেতৃত্বে এসেছেন।

ক্ষমতা গ্রহণকালে সিফানডোন বলেন, “আমি বিপ্লবী চেতনাকে উচ্চতর স্তরে উন্নীত করব।”

গত বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী হিসেবে দেশটির দায়িত্ব নিয়েছিলেন ফানখাম বিফাভান। কিন্তু স্বাস্থ্যগত কারণে শুক্রবার তিনি পদত্যাগের ঘোষণা দেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি