ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ব্রাসেলসে ইইউ সদর দপ্তরের কাছে ছুরি হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ৩১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের কাছে ছুরি হামলায় তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

পুলিশ জানায়, ঘটনার পরপরই হামলাকারীকে আটক করা হয়েছে। ব্রাসেলস মেয়র ফিলিপ্পি ক্লোজ জানিয়েছেন, শুম্যান মেট্রো স্টেশনের ভেতরে হামলার এ ঘটনা ঘটে।

দ্রুত হামলাকারীকে আটক করা হয়েছে। ঘটনার তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করে পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর মানসিক সমস্যা ছিল।

এদিকে, পরিস্থিতি দ্রুত সামাল দেয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইইউ প্রধান চার্লস মিশেল। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি