ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ইইউ প্রধান কিয়েভ পৌঁছেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ইউরোপীয় কমিশন প্রধান উরসুলা ভন ডার  লেইন বৃহস্পতিবার কিয়েভ পৌঁছেছেন। খবর এএফপি’র।

তিনি জানান, ইউক্রেন-ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের একদিন আগে কমিশনারদের একটি দল নিয়ে তিনি যুদ্ধবিধ্বস্ত দেশটিতে  পৌঁছেছেন।

তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, রাশিয়ার আগ্রাসনের পর ৪র্থ বারের মতো কিয়েভে  আসতে পেরে ভালো লাগছে। আমরা এখানে একসাথে এসে এটাই  দেখাচ্ছি যে, ইইউ বরাবরের মতোই দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে আছে এবং আমাদের সমর্থন ও সহযোগিতা আরও গভীর করবে।’

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি