ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

হুমকির একদিন পর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে জাপান। 

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের ৬৬ মিনিট পর জাপান সাগরে এসে পড়ে। 

জাপানের কোস্টগার্ডও বলছে, উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যেটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে। 

দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকির একদিন পর এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। 

উত্তর কোরিয়ার দাবি, মার্কিনীদের সঙ্গে দক্ষিণের মহড়া, ইচ্ছেকৃতভাবে কোরীয় দ্বীপের স্থিতিশীলতা নষ্ট করছে। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি