ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

লিবিয়ায় নৌকা উল্টে ৩০ অভিবাসী নিখোঁজ: ইতালি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ১৩ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

লিবিয়ার উপকূলে যাত্রীবাহী একটি নৌকা উল্টে ৩০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছে। তারা ডুবে গেছে বলে ধারনা করা হচ্ছে। 

লিবিয়ার কোস্টগার্ড রোববার এ কথা জানিয়েছে।

সূত্র মতে, নৌকা ডুবে যাওয়ার পর ১৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

কোস্টগার্ড আরো জানিয়েছে, যাত্রীবাহী নৌকা থেকে অভিবাসন প্রত্যাশীদের সাগর পারাপারের সময় এটি উল্টে যায়। এ সময়ে মালবাহী জাহাজের মাধ্যমে ১৭ জনকে উদ্ধার করা হয়। আনুমানিক ৩০ জন নিখোঁজ হয়েছে। 

অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাগুলো সাগর পাড়ি দিতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পড়ে।

কোস্টগার্ড শনিবার ১৩শ’রও বেশি অভিবাসন প্রত্যাশীকে নিরাপদে ইতালির বন্দরে ফিরিয়ে আনে। নৌকা গুলো দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়লে তাদের উদ্ধার করা হয়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি