ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের যেখানে সব স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ৩০ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

ভারতের অন্ধ্রপ্রদেশ সব স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। স্কুলে শিক্ষাদান যাতে কোনোভাবেই বাধাপ্রাপ্ত না হয় তাই সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
 
এতে বলা হয়, স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ক্লাসরুমে শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ক্লাসরুমে যাবার আগে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে প্রধান শিক্ষকের কাছে মোবাইল জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্ধ্রপ্রদেশের শিক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ইউনেস্কোর গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রিপোর্ট তৈরি করেছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন।

সম্প্রতি প্রকাশিত ওই রিপোর্টে ইউনেস্কোর অধীনস্থ সংস্থা স্কুলে ছাত্র ছাত্রীদের মোবাইল নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে।  

অন্ধ্রপ্রদেশের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এর আগেই ক্লাসরুমে শিক্ষকদের মোবাইল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। যদিও সেই নির্দেশ মানতে কোনও কড়াকড়ি আরোপ করা হয়নি।

এর আগে গত ১০ আগস্টও দিল্লির সব সরকারি ও বেসরকারি স্কুলে মোবাইলফোন নিষিদ্ধ করে স্থানীয় কর্তৃপক্ষ ।  

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি