ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি রেজোয়ানুল সম্পাদক শাহীন 

প্রকাশিত : ১৮:২৮, ১ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৯:০৭, ১ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন `কুষ্টিয়া সাংবাদিক ফোরাম’র ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।    

সকালে রাজধানীর শান্তিনগরে কুষ্টিয়া ভবনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের বার্তাপ্রধান রেজোয়ানুল হক রাজা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক আদিত্য শাহীন।  

সাধারণ সম্পাদক আদিত্য শাহীন বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনটির যুগ্ম-সম্পাদক আইয়ুব আনসারী।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাফিজ (আমাদের নতুন সময়), আব্দুল বারী, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী (জাতীয় অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক জাহিদুজ্জামান (চ্যানেল আই), অর্থ সম্পাদক হাসান ইমাম রুবেল (চ্যানেল ২৪), দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনি (মোহনা টিভি), ক্রীড়া সম্পাদক জাহিদুল আলম জয় (জনকণ্ঠ), মহিলা বিষয়ক সম্পাদক শেখ তুনাজ্জীনা তনু (এটিএন নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফর আহমেদ (খোলা কাগজ)।

কার্যনির্বাহী সদস্য: সনৎ নন্দী (দৈনিক খবর), সঞ্জয় চাকী (চ্যানেল আই), অখিল পোদ্দার (একুশে টিভি), সাবিনা ইয়াসমিন (প্রথম আলো), রনজক রিজভী (এসএ টিভি), উজ্জল রায় (দৈনিক বাংলাদেশ), তাশরিক সঞ্চয় (ফ্রিল্যান্স সাংবাদিক), তরিকুল ইসলাম (বিটিভি), ফারুক হোসেন (চ্যানেল আই) এবং জেসমিন মলি (বণিক বার্তা)।

৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, খোন্দকার রাশিদুল হক নবা, এহসানুল করিম হেলাল, কাজী ফারুক, শামীম চৌধুরী, মমতাজ বিলকিচ ও রাশিদুল হক পাশা।

কুষ্টিয়ার সাংবাদিকদের সুখ-দুঃখ ভাগাভাগির একটি প্ল্যাটফর্ম ‘কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকা’-এমনটিই প্রত্যাশা নবগঠিত কমিটির নেতৃবৃন্দের। সভা শেষে পরবর্তী কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়।

এসি 

 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি