জীর্ণকে পেছনে ফেলে বাঙালির বর্ষবরণ (ভিডিও)
প্রকাশিত : ১২:৪২, ১৪ এপ্রিল ২০২২ | আপডেট: ১৩:০২, ১৪ এপ্রিল ২০২২
পুরনো জীর্ণকে পেছনে ফেলে বাংলা নববর্ষকে বরণ করলো বাঙালি। কুপমণ্ডুকতা আর অনাচারের বিরুদ্ধে যেন মুক্তির বারতা নিয়ে এসেছে নববর্ষ। মঙ্গলধ্বনিতে রমনা বটমূলে নতুন বছরকে স্বাগত জানায় ছায়ানট। বাংলার নানা অঙ্গের গান আর সুরের মুর্ছনা বিভোর করেছে সকলকে।
সূর্যদ্বয়ের সাথেই রমনা বটমূলে বেজে উঠলো সুরের ঝঙ্কার। রাগ সঙ্গীতের মধ্য দিয়ে নতুন বছর ১৪২৯ বরণ করে বাঙালি।
এরপর পরিবেশন করা হয় সম্মেলক গান।
গেল দুই বছরের করোনাকাল কাটিয়ে সাড়াম্বরে পহেলা বৈশাখ উদযাপন। ছায়ানটের বর্ষবরণে একক ও সম্মেলকসহ ৩৭টি গানে সাজানো হয়েছে এ আয়োজন।
এদিকে, রমনার বটমূলের নিরাপত্তার দিকটি নিশ্চিত করতে মোতায়েন করা হয় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী।
নতুন সূর্য নতুন ভোর। বিগত বছরের সকল ঘোর কাটিয়ে বাঙালির মিলনমেলায় এ আয়োজন চির মধুর।
এএইচ/
আরও পড়ুন