ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৭, ২৬ এপ্রিল ২০২২ | আপডেট: ২২:০৩, ২৬ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৩০ এপ্রিলের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পেতে সোমবার সন্ধ্যা থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন হাজারো মানুষ। অনেকেই কাঙ্খিত টিকিটের আশায় স্টেশন এলাকাতেই সেরেছেন ইফতার ও সেহরি। 

দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। ট্রেনের টিকিট পেতে অপেক্ষার যেন শেষ নেই। অনেকেই ইফতার ও সেহেরি সেরেছেন কমলাপুরেই। এরপরও আদৌ টিকেট পাবেন কিনা সন্দেহ যাত্রীদের।

শুধু ধীর্ঘ লাইন নয়। সার্ভারেও সমস্যা। এতে বিড়ম্বনা বেড়েছে কয়েকগুন। প্রত্যাশিত টিকিট পেয়ে ঈদের চাঁদ হাতে পেয়েছেন এমন উচ্ছ্বাস যাত্রীদের।
 
ভোগান্তি কমাতে ভবিষ্যতে কমলাপুর ছাড়াও আরো কয়েকটি স্থানে টিকিট কাউন্টার করার পরিকল্পনা রেলের। এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি