ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

তেঁতুলতলা মাঠে কোনো ভবন নয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ২৮ এপ্রিল ২০২২ | আপডেট: ১৫:৪১, ২৮ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন কলাবাগানের তেঁতুলতলা মাঠে কোনো ভবন হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান মাঠ যেভাবে ছিল সেভাবেই থাকবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা জায়গাটির জন্য অ্যাপ্লাই করেছি ২০১৭ সালে। সেটি নিয়ে খোঁজ নিয়ে দেখলাম সেই এলাকায় খেলার কোনো জায়গা নেই। প্রধানমন্ত্রীও পরামর্শ দিয়েছেন, যেহেতু খালি জায়গা নেই, বিনোদনের কিছু নেই, সেজন্য তিনি বলেছেন পুলিশের জমি সেভাবে থাকুক। কোনো কনস্ট্রাকশন যেন না হয়। যেভাবে চলছে চলতে থাকুক।”

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সচিবালয়ে রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠে থানা ভবনের জায়গা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন।

এ নিয়ে তিনি বলেন, “মাঠের মালিকানা পুলিশের, তবে এই মাঠ ব্যবহার করবে এলাকাবাসী।”

কলাবাগানের এই মাঠটিতে থানার ভবন নির্মাণের প্রতিবাদে গত কয়েক দিন ধরেই প্রতিবাদ ও আন্দোলন চলছিল। গত রোববার আন্দোলনে অংশ নেওয়া সৈয়দা রত্না ও তার ছেলে ইসা আব্দুল্লাহ পিয়াংসুকে আটক করে পুলিশ। আটকের ১৩ ঘণ্টা পর ‘আর আন্দোলন করব না’- এমন মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় পুলিশ। এরপর থেকে আন্দোলন আরও জোরালো হতে থাকে। 
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি