ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫

গেল বছরের চেয়ে সাড়ে ৮ লাখ বেশি পশু কোরবানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২০, ১১ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

এবার ঈদুল আজহায় সারা দেশে গত বছরের তুলনায় প্রায় সাড়ে ৮ লাখ বেশি পশু কোরবানি করা হয়েছে। অর্থাৎ প্রায় ৯ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে কোরবানির পশুর সংখ্যা।

সোমবার (১১ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। 

বিবৃতিতে জানা যায়, এ বছর ঈদুল আজহায় মোট ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদি পশু কোরবানি দেওয়া হয়েছে।

গত বছর ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি গবাদি পশু কোরবানি দেওয়া হয়েছিল।

এদিকে ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানি দিয়েছেন অনেকে। ঈদের দিন পশু কোরবানির রীতি থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিনেও অনেকে পশু কোরবানি দিয়ে থাকেন। তবে তা ঈদের দিনের তুলনায় অনেক কম।

যারা ঈদের দিন কোরবানি করেননি মূলত দ্বিতীয় দিনে তারাই পশু জবাই করেছেন। তবে, কেউ কেউ আছেন যারা দু’দিনই কোরবানি করেছেন। কেউ পারিবারিক ঐতিহ্য রক্ষায়, কেউ আবার ব্যবসা ও কাজের চাপে ঈদের দিন করতে না পারায় দ্বিতীয় দিনে কোরবানি দিয়েছেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি