ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫

ঈদের ছুটি শেষ, খুলেছে অফিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ১২ জুলাই ২০২২ | আপডেট: ১০:২০, ১২ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ছুটি শেষ হল, আজ মঙ্গলবার (১২ জুলাই) থেকে খুলল অফিস-আদালত। ঈদের ছুটি ছিল ৯, ১০ ও ১১ জুলাই অর্থাৎ শনি, রবি ও সোমবার।

এর আগে ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিন ছুটি পেয়েছেন। তবে ঈদের ছুটির একদিন (৯ জুলাই) পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে।

এদিকে শুক্রবার থেকে শুরু হওয়া ছুটি শেষ হয়েছে সোমবার (১১ জুলাই)। আজ মঙ্গলবার থেকে খুলেছে সব সরকারি অফিস।

জানা গেছে, আজ অফিস খুললেও অনেক সরকারি কর্মকর্তা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নিয়েছেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার (১৭ জুলাই) অফিস জমজমাট হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় আগামী রোববার (১৭ জুলাই) মূলত অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যারা গ্রামে যাননি তারা আগামীকাল থেকেই অফিস করবেন, তবে সেই সংখ্যা কিছুটা কম।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি