ঢাকা, শনিবার   ২৯ নভেম্বর ২০২৫

মারা গেছেন বেতারের ডিজি আহম্মদ কামরুজ্জামান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ২৩ জুলাই ২০২২ | আপডেট: ১৩:০৫, ২৩ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি) আহম্মদ কামরুজ্জামান আর নেই। 

শুক্রবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন মহাপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা মো. মাহমুদুন নবী।

আহম্মদ কামরুজ্জামান ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান রেখে গেছেন।

মাহমুদুন নবী জানান, শনিবার (২৩ জুলাই) বলেন, সিঙ্গাপুর সময় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় বেতারের মহাপরিচালকের মৃত্যু হয়। রাতে তার মরদেহ দেশে আসার কথা রয়েছে।

বেতারের মহাপরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। 

বেতারের প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আহম্মদ কামরুজ্জামান চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে চলতি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, ২০২১ সালের ১১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

আহম্মদ কামরুজ্জামান ১৯৮৭ সালে ৭ম বিসিএসের মাধ্যমে তথ্য ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে বেতারে যোগ দেন। ১৯৮৭ সালের ১ এপ্রিল বেতারের খুলনা শাখায় যোগদানের মাধ্যমে তার চাকরিজীবনের সূচনা। 

পরে বিভিন্ন সময়ে গবেষণা ও গ্রহণ কেন্দ্র, উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র-১, মহাশক্তি প্রেরণ কেন্দ্র, ক্ষুদ্রতরঙ্গ প্রেরণ কেন্দ্র, জাতীয় বেতার ভবন, পরিকল্পনা শাখা, কারিগরি কার্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ২০১৪ সালের ১৪ অক্টোবর বেতারের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।

আহম্মদ কামরুজ্জামান ১৯৬৩ সালের ১ জানুয়ারি যশোরের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র থাকা অবস্থায় মাধ্যমিক পরীক্ষায় যশোর বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ষষ্ঠ স্থান ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন। 

পরবর্তীতে তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব টেকনোলজি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে স্নাতক সম্পন্ন করেন।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি