ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫

ডিসেম্বরে খুলছে এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট-বনানী অংশ (ভিডিও)

মুহাম্মদ নূরন নবী, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জমি অধিগ্রহণ আর অর্থায়ন। সময়ক্ষেপণও হয়েছে বেশ। তবে সব বাধা পেছনে ফেলে এ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৫২ শতাংশ। এয়ারপোর্ট-বনানী অংশ এ বছরেই খুলে দিতে চলছে জোর প্রচেষ্টা।

ব্যস্ততম এয়ারপোর্ট রোড। এঁকে বেঁকে চলা এই উড়াল সড়ক স্বস্তির বার্তা দিচ্ছে এই করিডোরে চলাচলকারী সবাইকে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ-পিপিপি মডেলের এই প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। তিন বছরের মেয়াদ থাকলেও এরইমধ্যে পেরিয়ে গেছে নয় বছর। 

বাধা ছিল অ্যালাইনমেন্ট চূড়ান্ত করা, ভূমি অধিগ্রহণ ও অর্থায়ন। সব কিছুর অবসান হয়েছে। এয়ারপোর্ট থেকে কমলাপুর হয়ে যাত্রাবাড়ির কুতুবখালি পর্যন্ত বেশিরভাগ থাকবে রেল লাইনের উপর।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “এলিভেটেড এক্সপ্রেস ওয়ের শুরুটা খুব টানাপড়েনের মধ্যে দিয়ে হয়েছে। এর ফান্ডিং সমস্যা দূর হয়েছে।”

নির্মাণযজ্ঞে এখন বাঁধাহীন এগিয়ে যাওয়ার পালা। তেজগাঁও পর্যন্ত সকল বিম বসে গেছে। কুড়িল পর্যন্ত অনায়াসে গাড়ি চালিয়ে চলে আসা যায়। রেলের উপর টি-গার্ডার বসানো চ্যালেঞ্জের হলেও কুড়িল পেরিয়ে এগিয়ে চলেছে ভায়াডাক্ট। 

ওবায়দুল কাদের আরও বলেন, “ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ৫২ শতাংশ কাজ ইতিমধ্যে আমরা শেষ করেছি।”

কাওলা, বনানী, বিজয় স্মরণী, তেজগাঁও-এ উঠানামার সব কটি র‌্যাম্প ডিসেম্বরে খুলে দেয়ার পরিকল্পনায় চলছে নির্মাণ কাজ। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রাক্কলিত ব্যয় আট হাজার ৯শ’ ৪০ কোটি টাকা।

ঢাকা যেমন ঐতিহ্যের শহর তেমনি জ্যামেরও শহর। অসহনীয় যানজট থেকে নগরবাসীকে কিছুটা হলেও মুক্তি দিতে সরকারের অনেক উদ্যোগ চলমান। যার একটি হলো এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। ম্যাগা প্রকল্পটি এয়ারপোর্ট থেকে বনানী-কমলাপুর হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত বিস্তৃত। 

এই প্রকল্পটিতে ঢাকার বাইরে থেকে যে যানবাহনগুলো আসবে সেগুলো যাতে শহরে প্রবেশ না করে সেই ব্যবস্থা রাখ হয়েছে। এই প্রকল্পের প্রথম অংশ বনানী পর্যন্ত এ বছরের ডিসেম্বরে চালুর পরিকল্পনা প্রকল্প সংশ্লিষ্টদের। আর সেটা বাস্তবায়িত হলে এই ম্যাগা শহরের যানজট কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি