ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫

পঞ্চগড়ে নৌকাডুবি: ভারতীয় হাইকমিশনের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পঞ্চগড়ে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। 

সোমবার এক টুইট বার্তায় এই শোক প্রকাশ করে ভারতীয় হাইকমিশন। 

শোকবার্তায় বলা হয়, পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। যারা নিহত হয়েছেন, তাদের আত্মা শান্তিতে থাকুক।

উল্লেখ্য, গত রবিবার পঞ্চগড়ে এক নৌকাডুবিতে ৫১ জন মারা গেছেন (এ রিপোর্ট লেখা পর্যন্ত)। এছাড়া এপর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ৪৫ জন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি