ঢাকা, সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫

হাদির চিকিৎসায় জড়িতদের দেওয়া হচ্ছ হুমকি-ধমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ১৪ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির চিকিৎসায় যুক্ত চিকিৎসকদের  হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জিক্যাল টিমের সদস্য ডা. আব্দুল আহাদ। 

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে চিকিৎসক আব্দুল আহাদ এ কথা জানান। 

চিকিৎসক আব্দুল আহাদ বলেন, ওসমান হাদির ব্রেইনের ক্ষত খুব গভীর। এখনো তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত নয়। লাইফ সাপোর্টের মাধ্যমে শরীরের অন্যান্য অঙ্গের কার্যকারতা চলছে। এই চিকিৎসক ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকরাও নানা মাধ্যমে হুমকি পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, আমাদের জীবন হুমকির মুখে আছে। আমাদের ধারাবাহিকভাবে ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেয়া হচ্ছে। আমাদের নাম্বার পাবলিক করে দেয়া হচ্ছে, বিভিন্ন গ্রুপে নাম্বার ছড়িয়ে দেয়া হচ্ছে। আমাদের পরিবার ও বাসার লোকেশন ট্র্যাক করা হচ্ছে।

তিনি আরও বলেন, খুব এক্সপার্ট হ্যান্ডে তাকে (ওসমান হাদি) হেড শুট করা হয়েছে। বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে বাম সাইড দিয়ে বের হয়ে গিয়েছে। ওসমান হাদির ব্রেইনের ভেতরে এখনো বুলেটের একটি অংশ রয়ে গেছে। এই অংশের অবস্থান ব্রেইনের স্পর্শকাতর রক্তনালির সঙ্গে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি