ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ট্রেনের অগ্রিম টিকিট

তৃতীয় দিনে কমলাপুরে উপচেপড়া ভিড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ঈদুল আজহা উপলক্ষে  ঢাকার পাঁচটি রেল স্টেশন থেকে মোট ৩৭টি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দেওয়া হচ্ছে ১০ আগস্টের অগ্রীম টিকিট। রেলযাত্রীদের ঈদযাত্রায় সবচেয়ে কাঙ্ক্ষিত টিকিট আজ ও আগামীকাল বিক্রি হচ্ছে। টিকিট কিনতে অনেকেই স্টেশনে গত রাত থেকে অপেক্ষা করছেন। কমলাপুরসহ অন্যান্য টিকিট বিক্রয় কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়। 

ঢাকার যে পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে সেগুলো হলো- কমলাপুর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর  স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন।

আজ  ১ আগস্ট ১০ আগস্টের ও আগামীকাল ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। টিকিট বিক্রির সময় যাচাই করা হচ্ছে জাতীয় পরিচয়পত্র। ফলে এবার কালোবাজারির অভিযোগ কম পাওয়া যাচ্ছে।

বাংলাদেশে ১২ আগস্ট পবিত্র ঈদ উদযাপন হবে ধরে নিয়ে রেলসহ বিভিন্ন পরিবহন ঘরমুখো মানুষের কাছে এ অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। 

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি