ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

হেলিকপ্টার শট মেরে তাক লাগিয়ে দিল ৭ বছরের পরী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫০, ১৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

কয়েকদিন আগেই চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির সতীর্থ সুরেশ রায়না বলেছিলেন, আইপিএল খেলার জন্য ছটফট করছেন ধোনি। এবারের আইপিএলে নাকি শুধু হেলিকপ্টার শট-ই মারবেন মাহি। আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এবারের আইপিএল শুরু হতে এখনও মাস খানেক বাকি। ধোনির হেলিকপ্টার শট দেখার অপেক্ষায় দিন গুণছেন অনেকেই। 

কিন্তু তার আগেই সেই হেলিকপ্টার শট নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়। ধোনির মতো হেলিকপ্টার শট মেরে তাক লাগিয়ে দিল ভারতের হরিয়ানার সাত বছরের এক মেয়ে, নাম তার পরী শর্মা।

ছোট্ট এই মেয়ের এমন কাণ্ডের ভিডিও দেখে তাজ্জব বনে গেছেন আকাশ চোপড়া, সঞ্জয় মঞ্জরেকরের মতো প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকাররা।

ধোনির হেলিকপ্টার শটের অনুশীলন খুব কাছ থেকে দেখেছেন সঞ্জয় মঞ্জরেকর। এবার পরীর ব্যাটিং ভিডিও দেখলেন তিনি। শুধু দেখলেনই না, পরীকে ভাসিয়ে দিলেন প্রশংসা বন্যায়।

তবে এই প্রথমবার নয়, এর আগে নিজের অমন ব্যাটিংয়ের মধ্য দিয়ে নাসের হুসেইন, মাইকেল ভনের মতো তারকা ক্রিকেটারদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে ছোট্ট পরী। সূত্র- জিনিউজ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি