ঢাকা, সোমবার   ১৮ আগস্ট ২০২৫

রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হচ্ছে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ১০ মে ২০১৭ | আপডেট: ১৭:৫০, ১০ মে ২০১৭

Ekushey Television Ltd.

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আজ দ্বিতীয় লেগের খেলায় মুখোমুখি হচ্ছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকোর মাঠ ভিসেন্তে ক্যালদেরনে বাংলাদেশ সময় রাতে পৌনে একটায় শুরু হবে এই মহারণ। প্রথম লেগের খেলায় অ্যাটলেটিকোকো ৩-০ গোলে উড়িয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে আছে রিয়াল। তবে, কঠিন পথ পাড়ি দিয়ে এখনও ফাইনালের টিকেট পাওয়ার স্বপ্ন দেখছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

সপ্তাহ না পেরুতেই আবারো হাই ভোল্টেজ ম্যাচের আবহ। ঘরের মাঠে সান্তিয়াগো বার্নব্যুতে রোনালদো ম্যাজিকে অসাধারণ জয়ে কার্ডিফের ফাইনালে এক পা দিয়ে রেখেছে জিদানের শিষ্যরা। এবার অন্তত ড্র করলেই টানা দ্বিতীয়বার ফাইনালে উঠবে গত আসরের চ্যাম্পিয়নরা। অ্যাটলেটিকো বাধা পেরুতে তাইতো বেশ আত্মবিশ্বাসী বেনজেমা-রোনালদোরা।

এদিকে, প্রথম লেগের করুন হারে অনেকটাই ব্যাকফুটে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফাইনালে যেতে হলে তাদের অসাধ্য সাধন করতে হবে। জিততে হবে ৪-০ গোলের ব্যবধানে। দলের হেড কোচ দিয়াগো সিমিওনির মতে রিয়ালকে বড় ব্যবধানে হারানো কঠিন, তবে অসম্ভব নয়। রিয়ালের বিপক্ষে পরিসংখ্যানে পিছিয়ে আছে অ্যাটলেটিকো, এরপরও শুধু আত্মবিশ্বাস আর এক ঝাঁক তরুন নিয়ে স্বপ্ন দেখছে স্বাগতিকরা।

ইউরোতে দুই দলের সর্ব শেসে ৮ মোকাবেলায় নিরঙ্কুশ এগিয়ে রিয়াল মাদ্রিদ। রিয়ালের ৫ জয়ের বিপরীতে মাত্র ১ জয় অ্যাটলেটিকোর। ২টি ম্যাচ ড্র হয়েছে।

https://youtu.be/jdL4-BK51y8


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি