ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স চ্যাম্পিয়ান বালিয়াপুকুর বিদ্যানিকেতন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ১৭ মে ২০১৭

Ekushey Television Ltd.

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ান দল “বালিয়াপুকুর বিদ্যানিকেতন”। আর রানাস্ আপ হয়েছে সিলেটের বিভাগের চ্যাম্পিয়ন দল মৌলভীবাজারের কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ।

মঙ্গলবার রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী  অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম রব্বানী । এসময় প্রাইম ব্যাংক রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান এ কে এম এনামুল হক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজার (গেম ডেভলপমেন্ট) আবু এনাম মো. কাউছার, নির্বাচক (বয়সভিত্তিক) এহসানুল হক সিজান উপস্থিত ছিলেন।

ক্রিকেটকে তৃণমূলে ছড়িয়ে দিতে একং তৃণমূল থেকে ভালোমানের ক্রিকেটার তৈরির লক্ষ্যে বিসিবি আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করে আসছে। এবারের টূর্নামেন্টে  সারা দেশ থেকে  ৫৪০ টি স্কুলের ১০ হাজার ৮০০ জন খেলোয়াড় অংশ নেয়।

 




Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি