ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

করোনায় আক্রান্ত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ২৬ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সাবেক ফুটবল তারকা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার শঙ্কা নিয়ে মঙ্গলবার পরীক্ষা করান। পর দিন ওই পরীক্ষার রিপোর্টে তার পজিটিভ আসে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তার কোভিডে আক্রান্তের খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

তিনি জানান, মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষা করান কাজী সালাউদ্দিন। এর ১ দিন পর বুধবার রাতে ফলাফল হাতে পেয়েছেন বাফুফে সভাপতি। সেই রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ নিশ্চিত হন সালাউদ্দিন।

অবশ্য সংবাদমাধ্যমকে আগেই তার শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন বাফুফে সভাপতি। মঙ্গলবার বিকেলে বাফুফে ভবনে বলেছিলেন, ‘আমার শরীরটা ভালো যাচ্ছে না। করোনা পরীক্ষা করতে দিয়েছি। ফল এখনো হাতে পাইনি।’

গত কয়েক দিন যাবৎ কাশি হচ্ছিল তার, সেই সঙ্গে ছিল ঠাণ্ডাসহ অন্যান্য সমস্যা। 

আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের। ম্যাচটি দেখতে কাতার যাওয়ার কথা ছিল বাফুফে সভাপতির। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তার যাওয়ার বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। 

সেখানে বিশ্বকাপের ম্যাচ দেখা ছাড়াও কাতারের সঙ্গে ‘সমঝোতা চুক্তি’ করার কথা ছিল টানা চতুর্থবারের বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি