ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সিটিকে রুখে দিয়ে শেষ ষোলোয় পোর্তো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ২ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

প্রতিপক্ষকে একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তুললেও কাঙ্ক্ষিত গোল পায়নি ম্যানচেস্টার সিটি। ফলে ইংলিশ দলটিকে রুখে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠেছে পোর্তো। তবে প্রথম চার ম্যাচ জিতে আগেই নকআউট পর্বের টিকেট নিশ্চিত করে সিটি।

মঙ্গলবার রাতে পর্তুগিজ দলটির মাঠে ‘সি’ গ্রুপের ম্যাচটিতে গোলশূন্য ড্র করে ম্যানচেস্টার সিটি। তবে প্রথম পর্বে নিজেদের মাঠে ৩-১ গোলে জিতেছিল তারা।

ম্যাচের প্রথম আধা ঘণ্টায় গোলের উদ্দেশে কোনও শট নিতে পারেনি কোন দলই। তবে প্রথমার্ধের ৭০ শতাংশ সময় বল দখলে এগিয়ে থাকা সিটির আক্রমণে ছিল না ধার। যদিও এদিন দলে সাতটি পরিবর্তন আনেন সিটি কোচ পেপ গার্দিওলা।

ম্যাচের ৩৯তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় সফরকারীরা। রাহিম স্টার্লিংয়ের নিচু শটে গোলরক্ষক পরাস্ত হলেও বল গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার। প্রথমার্ধে গোল পাবার মতো আর কোন শট নিতে দেখা যায়  কোন দলকেই।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ হারান স্টার্লিং। ফিল ফোডেনের বাড়ানো বল ধরে সঙ্গে লেগে থাকা এক ডিফেন্ডারকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে পড়া এই ইংলিশ মিডফিল্ডারের সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক, কিন্তু তাকে পরাস্ত করতে পারেননি স্টার্লিং। 

৭১তম মিনিটে নষ্ট হয় আরেকটি সুযোগ। স্টার্লিংয়ের ক্রসে খুব কাছ থেকে বল জালে পাঠাতে পারেননি রুবেন দিয়াস। ফিরতি বলে ফেররান তরেসের ওভারহেড কিক ফেরান গোলরক্ষক।

৮০তম মিনিটে ফোডেনের কর্নারে রদ্রির হেডও ফেরান তিনি। পরের মিনিটে বল জালে পাঠিয়েছিলেন কিছুক্ষণ আগে বদলি নামা গাব্রিয়েল জেসুস। তবে অফ সাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। ফলে গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সিটিকে।

এই ড্রয়ের পরও এক ম্যাচ বাকি থাকতে গ্রুপের শীর্ষে থাকা নিশ্চিত হয়েছে সিটির। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। অপরদিকে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পোর্তো।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি