দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে পর্তুগাল
প্রকাশিত : ১১:৫০, ৩১ মে ২০১৭ | আপডেট: ১১:৫৭, ১ জুন ২০১৭
ফিফা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে দক্ষিণ কোরিয়াকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল।
দক্ষিণ কোরিয়ার চেওনান স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচের প্রথমার্ধে ২-০তে এগিয়ে ছিলো পর্তুগাল। ১০ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন মিডফিল্ডার ভিয়েরা আলমেডি। ২৭ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান ব্র“নো কস্তা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি ধরে রাখে সফরকারীরা। ৬৯ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন ভিয়েরা আলমেডি। আর ৮১ মিনিটে দক্ষিণ কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন লি শাঘন। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে মাঠ ছাড়ে দুদল। কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ উরুগুয়ে অথবা সৌদি আরব।










