ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

উয়েফা লিগের শেষ ষোলোতে কে কার মুখোমুখি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

উয়েফা ইউরোপা লিগে ৩২ দলের খেলা শেষ হয়েছে। যোগ্যতার প্রমাণ দিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেওয়া দলগুলো কে কার মুখোমুখি হবে এ নিয়ে ড্র অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের নিয়নে এই ড্র অনুষ্ঠিত হয়। তবে শেষ ষোলোর খেলা শুরু হবে মার্চে।

ড্রতে ইংলিশ ক্লাব আর্সেনাল পেয়েছে অলিম্পিয়াকোসকে। আর স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল পেয়েছে ইউক্রেনের ডায়নামো কিয়েভকে। আরেক স্প্যানিশ ক্লাব গ্রানাডা পেয়েছে নরওয়ের ক্লাব মোল্ডেকে।

তবে ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে এসি মিলানকে। ২০১০ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে এসি মিলানের মুখোমুখি হয়েছিল তারা। সেবার ইতালির ক্লাবটিকে প্রথম লেগে ৩-২ ব্যবধানে ও ফিরতি লিগে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল।

এবার জেনে নিন শেষ ষোলোতে কে কার মুখোমুখি হবে :
ডায়নামো কিয়েভ-ভিয়ারিয়াল
এএস রোমা-শাখতার দনেৎস্ক
আয়াক্স আমস্টারডাম-ইয়াং বয়েজ
অলিম্পিয়াকোস-আর্সেনাল
ডায়নামো জাগরেব-টটেনহ্যাম হটস্পার
ম্যানচেস্টার ইউনাইটেড-এসি মিলান
স্লাভিয়া প্রাগু-রেঞ্জার্স
গ্রানাডা-মোল্ডে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি