ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ফখর-বাবরের ব্যাটে পাকিস্তান ৩২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ৭ এপ্রিল ২০২১ | আপডেট: ১৯:০৭, ৭ এপ্রিল ২০২১

পাকিস্তানের ইনিংসের সমাপ্তিটা কী চমকপ্রদভাবেই না হলো। প্রথম দিকের খেলা দেখে মনে হয়েছিল তাদের স্কোর ৩৩০+ হতে যাচ্ছে। পরে মিডল অর্ডারে ধস নামায় মনে হল যে, তিনশ করতেই ভাগ্যের সাহায্য দরকার। কিন্তু শেষমেশ ৭ উইকেটে ৩২০ তুলতে সক্ষম হয়েছে দলটি।

বাবর আযমের ইনিংসটি ছিল অধিনায়কোচিত মাস্টারক্লাস। ৮২ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৯৪ রানের অনিন্দ্য সুন্দর ইনিংস খেলেছেন তিনি। আর টানা দ্বিতীয় সেঞ্চুরি হাকিয়েছেন ফখর জামান। ১০৪ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ১০২ করে আউট হন এই অপেনার। তবে হাসান আলীর অবিশ্বাস্য ১১ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। চারটি ছক্কা ও একটিমাত্র চারে সাজানো ইনিংসটি আশ্চর্যজনক প্রেরণা দিয়েছে। 

পেস সমৃদ্ধ প্রোটিয়া বোলাদের মধ্যে এদিন স্পিনাররাই রাজত্ব করেন। ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেয়া কেশব মহারাজই ছিলেন সেরা বোলার। ৪৮ রানে ২ উইকেট নিয়ে খুব বেশি পিছিয়ে ছিলেন না মার্করাম। শুরুতে, মধ্যভাগে এবং ডেথ ওভারে যে বোলিং তিনি করেছেন আজ, তা পার্ট টাইম বোলার হিসেবে তার পক্ষে অসামান্য।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি